রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে মিয়ানমারের মিথ্যাচার: বাংলাদেশের ক্ষোভ প্রকাশ

জাতিসংঘের চলমান অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে মিথ্যাচার ও বিকৃত তথ্য উপস্থাপন করায় বাংলাদেশের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অফিসের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ে ফাবি করেছেন একটি জঙ্গি গোষ্ঠী ও তার সমর্থকদের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা এবং আরাকান আর্মির গেরিলা বাহিনী মিয়ানমারের বিরুদ্ধে তাদের কার্যকলাপে বাংলাদেশকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের একজন কূটনীতিক বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমার যে মিথ্যাচার এবং অপপ্রচার করেছে, ভিত্তিহীন সেসব অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে মিয়ানমার সরকারকে তাদের মিথ্যা ও অপপ্রচারের নীতি ছেড়ে এবং তাদের নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নিতে সত্যিকারের রাজনৈতিক ইচ্ছা প্রদর্শনের আহ্বান জানিয়েছে।’

উল্লেখ্য, নির্যাতন ও নিপীড়নের মুখে ২০১৭ সালে দেশ ছেড়ে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দেয় বাংলাদেশ। তিন বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর