বেনাপোলে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ নারী আটক

যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৩৫) ও ফাতেমা খাতুন (২৭)নামে দুই নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাদকসহ আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ীরা হলেন, পিরোজপুর জেলার নদমোল্লা গ্রামের আব্দুল এর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও বাগেরহাট জেলার যাত্রাপুর গ্রামের শরীফ খানের স্ত্রী ফাতেমা খাতুন (২৭)।

আমড়াখালী বিজিবি চেকপোস্ট কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী জানান, আজ বুধবার দুপুরে একটি টহল দল আমড়াখালী চেকপোস্ট এর সামনে ইজিবাইক তল্লশি করে ভারতীয় গাঁজা ও ফেনসিডিলসহ ২ নারীকে আটক করেন।

তিনি আরো জানান, আটককৃত নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর