ডিআইজি মিজানের আরেক মামলার চার্জ গঠন ২০ অক্টোবর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি পেছানো হয়েছে। এর জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালাত।

আজ বুধবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আসিফুজ্জামান এ দিন ধার্য করেন।

এ দিন মামলার চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আইনজীবী চার্জ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। বিচারক তার আবেদন মঞ্জুর করেন।

এর আগে, ২ সেপ্টেম্বর মামলাটি প্রস্তুত হওয়ায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এটি ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলির আদেশ দেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত।

এ দিন মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক থাকায় তা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কপি আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর আইন অনুযায়ী আদালত মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন।

গত ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে মিজানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর