প্রধানমন্ত্রীর ভুয়া পিএস আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. হোসেন আলী (২৪) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোর চুড়ামনকাটি থেকে আটক হন ওই ব্যাক্তি এবং মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। জানা যায়, আটক হোসেন আলী মাগুরা জেলার কাউনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, আটকের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়েছে। এছাড়াও্ আটককৃত প্রকারক যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কাছ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে। দীর্ঘদিন ধরে হোসেন আলী ও তার সহযোগীরা প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙ্গিয়ে মানুষের সাখে প্রতারণা করে আসছে। এ বিষয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে মামলা করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর