রিফাতের বাবার নিরাপত্তায় দুই অস্ত্রধারী মোতায়েন করেছে পুলিশ

রাত পোহালে সকালবেলা আদালতের কার্যক্রম শুরু হলেই দেওয়া হবে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকান্ডের রায়। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করবেন।

এই রায়কে ঘিরে নিহত রিফাতের বাবার নিরাপত্তায় দু’জন গানম্যান নিযুক্ত করেছে পুলিশ। এছাড়াও পুলিশি নিরাপত্তা আনা হয়েছে রিফাতের বাড়িও।

পুলিশী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে রিফাতের বাবা মো. আব্দুল হালিম দুলাল শরীফ বলেন, আমার সার্বক্ষণিক নিরাপত্তায় বরগুনা জেলা পুলিশের দু’জন অস্ত্রধারী সদস্য আমার সঙ্গে থাকছেন। এছাড়া বাড়িতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এ সময় তিনি পরিবার সদস্যদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মহরম আলী বলেন, ‘রিফাতের বাবা ও তার পরিবারের নিরাপত্তায় আমরা পুলিশ সদস্য মোতায়েন করেছি। রিফাতের বাবার নিরাপত্তায় সার্বক্ষণিক দুজন গানম্যান তার সঙ্গে থাকবেন’।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর