লক্ষ্মীপুরে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো নন্দন ফাউন্ডেশন

শাকের মোহাম্ম্দ রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন নন্দন ফাউন্ডেশনের উদ্যোগ ৩৫টি মিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীকে এ সংর্বধনা দেয়া হয়।

ফাউন্ডেশনের উপদেষ্টা লক্ষ্মীপুর সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্র্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা চেয়ারম্যান সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, জেলা আওয়ামীলীগ কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মতলব, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়া স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ হাবীবুর রহমান সবুজ, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজু আহম্মদ। এছাড়াও সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, নন্দন ফাউন্ডেশন সভাপতি রাজন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য সংগঠকবৃন্দ। এসময় প্রত্যেক শিক্ষার্থীদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর