ইংল্যান্ডের বিপক্ষে দেশেই খেলবে ভারত

মরণঘাতী করোনার কারণে অনেকটাই অনিশ্চিত ছিলো চলতি বছরের আইপিএল। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে আরব আমিরাতে আয়োজন করা হয় আসরটি।

আমিরাতে আইপিএর ফিরলেও, ভারতে কবে ক্রিকেট ফিরবে? এই প্রশ্নের উত্তর কারো জানা নেই। এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা নেই খোদ দেশটির ক্রিকেট বোর্ডেরও। তবে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির আশা, যে করেই হোক আগামী জানুয়ারিতে ইংল্যান্ডকে নিজেদের দেশে স্বাগত জানাবেন তারা।

অর্থাৎ এবারের আইপিএল আরব আমিরাতে আয়োজন করলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অন্য কোনো দেশের শরণাপন্ন হতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও ভারতীয় বোর্ড চাইলে এ সিরিজ আরব আমিরাতে আয়োজন করতে পারে। কিন্তু গাঙ্গুলি চাইছেন নিজেদের দেশেই খেলতে। শুধু ইংল্যান্ড সিরিজ নয়, আগামী বছরের সব খেলা নিজেদের দেশেই আয়োজন করতে চান বিসিসিআই প্রধান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর