প্রধানমন্ত্রীর পিএসও পরিচয়ে প্রতারণায় যুবক আটক

যশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে হোসেন আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬।

মাগুরার শালিখা উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মুন্সীর ছেলে হোসেন আলী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হোসেন আলীকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে হোসেন আলীকে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোসেন আলী প্রধানমন্ত্রীর পিএসও-১, মো. সালাউদ্দিন আহম্মেদের পরিচয় দিয়ে সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এসময় তার কাছে থাকা দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর