জাহালমের ক্ষতিপূরণ নিয়ে রুলের আদেশ আগামীকাল

নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানো নিয়ে কারাভোগ ও ক্ষতিপূরণ বিষয়ক রুলের আদেশ আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর)। শুনানিতে প্রকৃত আসামি আবু সালেক গ্রেপ্তার না হওয়ায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে “৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে: ‘স্যার, আমি জাহালম, সালেক না…” বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ ৪ জনকে তলব করে হাইকোর্ট।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর