২ দিন পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

২ দিন ধরে শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পরে আজ ছোট আকারের ফেরি চলাচল শুরু হয়েছে। তবু কমছে না যাত্রী ও পণ্যবহনকারীদের ভোগান্তি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে ফেরি চলাচল শুরু হলেও কমছে না ভোগান্তি। উভয় ঘাট এলাকায় ৯ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপও বাড়ছে।

কোনো ঘোষণা ছাড়াই দেশের প্রধান এ ফেরি সার্ভিস বন্ধ ও সীমিত চালু হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন নদী পার হতে আসা মানুষরা।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, পদ্ম সেতুর চ্যানেল মুখে নাব্য দেখা দেয়ায় আবার সঙ্কট তৈরি হয়। এখানে ড্রেজিং চলছে। অনেকটা ঝুঁকি নিয়েই ছোট আকারের ফেরিগুলো চলছে। বড় ফেরি চলাচলের অবস্থা নেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর