এক অসহায় চা দোকানির পাশে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ (ভিডিওসহ)

পাবনার বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় চায়ের দোকান চালাতেন আসলাম আলী। করোনার কারণে বন্ধ হয়ে যায় সেই দোকানটি। এর মধ্যেই পরিবারের এক সদস্যর চিকিৎসার পিছনে ব্যয় করা হয় অনেক টাকা। এ অবস্থায় কোনো পুঁজি না থাকায় দোকানটিও খুলতে পারছিলেন না তিনি।

এমন পরিস্থিতিতে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামে একটি সামাজিক সংগঠন। বিকেলে সংগঠনের পক্ষ থেকে আসলাম আলীর দোকানটি চায়ের কাপ-পিরিচ থেকে শুরু করে নানা রকম খাদ্যসামগ্রী দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে দোকানটি।

জানা যায়, বেড়া বিপিন বিহারী সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী টিফিনের টাকা বাঁচিয়ে গড়ে তুলেন এ সংগঠন। শুরুর দিকে তারা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসংক্রান্ত সহায়তাসহ দুস্থদেরও নানাভাবে সহায়তা করেছে।

ভিডিও…

এক অসহায় চা দোকানির পাশে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’

এক অসহায় চা দোকানির পাশে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’

Gepostet von Barta Bazar am Montag, 28. September 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর