ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: মানবিক মুল্যবোধ ও নৈতিক সম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দিনব্যাপী শহরের ডাঃ কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র ট্রাস্টি ও রাজশাহীর বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণচন্দ্র বিশ্বাস, জজ কোর্টের জিপি এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক মিজানুর রহমান। কর্মশালার জেলার বিভিন্ন উপজেলা থেকে মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই ধরনের প্রকল্প অব্যাহত রাখার পক্ষে মত দেন বক্তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর