শিশু ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর পাঁচ বছরের কারাদণ্ড

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের প্রতিবন্ধী ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করায় মোরশেদুল সরকার নামের একজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন আদালত ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মো. রুস্তম আলী এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মোরশেদুল সরকার জয়পুরহাটের কালাই উপজেলার ভুগইল গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট জজকোর্টের (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, দণ্ডপ্রাপ্ত মোরশেদুল ২০১৯ সালের ১১ এপ্রিল নিজের প্রতিবন্ধী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিম মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এ ঘটনায় দীর্ঘ শুনানি শেষে আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন আদালত ট্রাইব্যুনালের বিচারক সোমবার এ রায় প্রদান করেন।

অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল আরও জানান, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই এমন গর্হিত কাজ করেছেন বলে দণ্ডপ্রাপ্ত মোরশেদুল সরকার আদালতে স্বীকার করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর