ঘরোয়া ক্রিকেট দিয়েই সাকিবের প্রত্যাবর্তন

অবশেষে বাতিল হলো টাইগারদের শ্রীলঙ্কা সফর। যার ফলে টেস্ট দিয়ে আর মাঠে ফেরা হচ্ছে না সাকিবের। এখন প্রশ্ন হলো, তাহলে কবে কখন কোন আসরে মাঠে ফিরবেন বিশ্ব সেরা অলরাউন্ডার?

অনেকের ধারণা ছিলো লঙ্কা সফর না হলে দেশটির ফ্র্যাঞ্চাইজি আসর এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) দিয়ে মাঠে ফিরবে সাকিব। তবে সে বিষয়ে পাপন সরাসরি ‘না’ করে দিয়েছেন। যে সাকিবকে প্রায় জোর করে জাতীয় দলের পক্ষে দ্বিতীয় টেস্ট খেলাতে আগ্রহী ছিলেন, সেই সাকিবের এলপিএল খেলা প্রসঙ্গে নাজমুল হাসান পাপনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাদের এখানেই (দেশে প্রিমিয়ার লিগ, বিসিএল ও তিন চার দলের অংশগ্রহণে কর্পোরেট লিগ) তো লিগ শুরু হয়ে যাচ্ছে। খেলা শুরু হয়ে যাচ্ছে এখানে।’

বিসিবি বস বলেন, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলার কোন সম্ভাবনা নেই সাকিবের। শুধু সাকিবই নন, অন্য কারও নেই। তিনি বলেন, ‘সাকিব কেন, বাংলাদেশের কোন ক্রিকেটারেরই এলপিএল খেলার খেলার সম্ভাবনা দেখি না।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর