ফাতির জন্য দেড় হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিল বার্সা

বার্সাতে যে মেসি আর বেশী সময় থাকছেন না তা তো সবারই জানা। একসময় মেসিকে বিদায় জানাতে হবে তাদের। তখন তো একজন পোস্টারবয় প্রয়োজন। সেই পোস্টারবয়কে গত মৌসুম থেকেই তৈরি করতে শুরু করলো কাতালানরা। আর সে পোস্টারবয় হলো আনসু ফাতি।

আর এ প্লেয়ারটির জন্য ইতিমধ্যে অবশ্য বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব আসতে শুরু করেছে। আনসু ফাতির নতুন এজেন্ট হোর্হে মেন্ডেজ কিন্তু কয়েকদিন আগেই বার্সাকে সতর্ক করে দিয়ে বলেছে, তাকে কিনতে এরই মধ্যে প্রস্তাব আসতে শুরু করেছে বিভিন্ন ক্লাব থেকে।

যদিও কারা প্রস্তাব দিয়েছে সেটার নাম প্রকাশ করেনি কেউই। কিন্তু বার্সা এই ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে সাড়া দেয়নি। বার্সা মূলতঃ চায়’ই না আনসু ফাতির জন্য কেউ প্রস্তাব করুক। এ কারণে বিবেচনাতেই আনেনি তারা এই প্রস্তাব।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর