সৌদি ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে আজও সড়ক অবরোধ

সৌদি ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে আজও সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসীরা। এছা্ড়াও এসময় তারা সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিট দেওয়া্র দাবিও তোলেন। আজ (সোমবার) দুপুরে তারা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনের সড়কে অবস্থানে নেন।

দুপুর ১টার পর থেকেই প্রবাসীকর্মীরা সড়ক আটকে অবরোধ শুরু করেন। এসময় রাস্তায় নেমে আসেন শত শত প্রবাসীকর্মী। তাদের স্লোগান ছিলো ‘বাঁচলে সবাই বাঁচব আর মরলে সবাই মরব’। তিন মাস ভিসার মেয়াদ অটো বাড়ানোর দাবি তোলেন তারা।

এসময় প্রবাসী কর্মী শাহজাহান বলেন, দেশে ফিরে করোনার কারণে গত নয় মাস বেকার বসে বসে খাচ্ছি। আয়-রোজগার নেই বললেই চলে। এদিকে ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদও শেষ। ভিসার মেয়াদ ও টিকিটের ব্যবস্থা করতে এক সপ্তাহ ধরে এয়ারলাইন্স কার্যালয়ে আসা-যাওয়া করছি। কিন্তু কোনো কিছুই করতে পারছি না। এখন আমার কী হবে?

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর