বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়াল

বিশ্বে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫১ হাজার ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৩ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৩ হাজার ২২৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ২ হাজার ৩৮৩ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ১৯৮ জন।

ভারতে একদিনে করোনায় ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৯৫ হাজার। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৬৭ জন। সেখানে মোট করোনা শনাক্ত ৬০ লাখের বেশি।

বার্তাবাজার/কে.জি.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর