ফরিদপুর জেলা পরিষদ উপনির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ফরিদপুর জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম মিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আয়-ব্যয় রিটার্ন দাখিলে স্বাক্ষর না থাকা ও ঋণ খেলাপির কারণে তার মনোনয় বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার নওয়াবুল ইসলাম।

আজ শনিবার ফরিদপুর জেলা পরিষদের নির্বাচনে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিল।

বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় আর মাত্র দুজন এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত শামসুল হক ভোলা মাস্টার এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল আজিজ।

আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩ অক্টোবর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন।

তবে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম মিয়া তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানান, তিনি কোনো ঋণ খেলাপি নন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর