অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “মাহবুবে আলম এদেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার প্রত্যয়ে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি; যা সহজে পূরণ হবার নয়।

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (৭১) আজ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর