রাজস্থানের সামনে পাহাড়সম টার্গেট

টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো রাজস্থানের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন পাঞ্জাবের দু্ই ওপেনার। যার ফলে ২২৪ রানের বিশাল এক লক্ষ্য বেধে দিলো রাজস্থান রয়্যালসের সামনে। এই মাঠে আগের ম্যাচেও ২১৬ রানের বিশাল স্কোর গড়ে তুলেছিল রাজস্থান। জবাবে ২০০ রান করেছিল চেন্নাই সুপার কিংস। এবার পাঞ্জাব করলো সেই বড় স্কোর।

ব্যাট করতে নেমে পাঞ্জাবের ওপেনিং জুটি থেকে আসে ১৮৩ রান। যা এবারের আইপিএলে সবচেয়ে বড় জুটির রেকর্ড। ১৮৩ রানের মাথায় ৬৯ রান করে আউট হন লোকেশ রাহুল। ৫৪ বলে ৭টি বাউন্ডারি আর ১ ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি।

এ দিন ব্যাট হাতে ভয়ঙ্কর রূপ ধারণ করেন মায়াঙ্ক আগরওয়াল। ৫০ বলে ১০৬ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। ১০টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন এই ডানহাতি ওপেনার। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল করেন ৯ বলে ১৩ রান এবং নিকোলাস পুরান ৮ বলে করেন ২৫ রান।

রাজস্থানের হয়ে বল হাতে অঙ্কিত রাজপুত এবং টম কুরান ১ উইকেট করে উইকেট নেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর