নাইজেরিয়ায় আইএস’র হামলায় পুলিশ-সেনা কর্মকর্তাসহ নিহত ১৮

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলা চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এই সংবাদ জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

হামলায় নিহতের মধ্যে আছেন- ৪ সেনাসদস্য, ১০ পুলিশ কর্মকর্তা এবং ৪ জন বেসামরিক লোক। হামলার দায় স্বীকার করেছেন মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

দেশটির প্রতিরক্ষা সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল জন এনেচে এক বিবৃতিতে জানান, মনগুনো শহর থেকে বাগা শহরের রাস্তায় বিস্ফোরক দ্রব্য পুঁতে রাখে জঙ্গিরা। বিস্ফোরণের পর পুলিশের দুইটি যানও ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরবর্তীতে সেনা অভিযানে সেগুলো উদ্ধার হয়।

সন্ত্রাসবাদের শিকার হয়ে বাগা শহরের গৃহচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরানোর সরকারি পদক্ষেপের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। এখনো গৃহচ্যুত মানুষদের ঘরে ফেরানোর উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি, এ ঘটনা সেটিই ইঙ্গিত করে।

আফ্রিকায় বোকো হারাম নামে পরিচিত আইএসের হামলায় ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দশ লাখেরও বেশি মানুষ পালিয়েছে ঘরবাড়ি ছেড়ে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর