মুদির দোকানে অজগর

মুদি দোকানের পরিত্যক্ত টেবিলের ড্রয়ার থেকে তিন ফুট দৈর্ঘ্যের অজগরের বাচ্চা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে সিলেট নগরীর উত্তর পীরমহল্লা এলাকায়। জানা যায়, গতকাল (শনিবার) রাতে বাজারের জাবেদ স্টোরের ড্রয়ারে মোহাম্মদ রজব আলি মিয়া নামের এক ব্যাক্তি সাপটি দেখতে পায়। পরে বিষয়টি বাজারের আলেছ, পিন্টু, মনির ও লাভলু সাপটি একটি বস্তায় ভরে পাহাড়িকা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমন চৌধুরীকে জানানো হয়। ইমন চৌধুরী বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সঙ্গে যোগাযোগ করেন।

আজ (রোববার) বেলা ৩টায় বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কিম সাপটি গ্রহণ করেন। এ বিষয়ে বন কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ‘দোকানের পাশেই মালনীছড়া। এই ছড়া থেকে সম্প্রতি আরও কয়েকটি অজগরের বাচ্চা উদ্ধার হয়েছে।’

আব্দুল করিম কিম বলেন, ‘একসময় ছিলো যখন মানুষ সাপ দেখলেই পিটিয়ে মেরে ফেলতো। এখন আর তা করে না, মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে যে, সব সাপ বিষাক্ত নয়। আর সাপ লোকালয়ে দেখলেই হত্যা করতে হয় না। উদ্ধার করে তা বনে অবমুক্ত করতে হয়। ’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর