টাইগারদের লঙ্কা সফর নিয়ে মুখ খুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কম নাটকতো হয়নি টাইগারদের লঙ্কা সফর নিয়ে। সফরটি নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ (রোববার) স্থানীয় এক পাঁচ তারকা হোটেলে ‘জয়তু শেখ হাসিনা’ আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও বলেন, ‘আসলে শ্রীলঙ্কা সফর গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকলে ক্রিকেটারদের প্রস্তুতিতে বড় ধরনের ব্যাঘাত ঘটবে। ঘর থেকে এক পা বের হতে না পারলে ফিটনেস লেভেল যাবে কমে এবং যার নেতিবাচক প্রভাব পড়বে তাদের পারফরমেন্সে।’

এ কারণেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রেসক্রিপশন হলো, ‘শ্রীলঙ্কায় হোটেলে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকলেও তাদের ফিটনেস ট্রেনিং ও স্কিল ট্রেনিংয়ের সুযোগ করে দিতে হবে। আর না হয় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা সম্ভব নয়।’

এসময় তিনি আরও বলেন, ‘ক্রিকেটাররা যেন হোটেলে জিমওয়ার্ক করার সুবিধা পায় এবং তারা যেন প্র্যাকটিস করারও সুযোগ পায়-এমন ব্যবস্থা হলেই কেবল ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্ভব। অন্যথায় শ্রীলঙ্কা গিয়ে ১৪ দিন হোটেল রুমে অবরূদ্ধ থাকা অসম্ভব ।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর