শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল আবারও বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। এ নিয়ে চলতি মাসে ৪ দফা ফেরি বন্ধ হলো। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফেরি সার্ভিসটি বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম বলেন, কাঁঠালবাড়ি থেকে ছোট আকারের ফেরি শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর কাছে পানির গভীরতা কম থাকায় ফিরে যেতে বাধ্য হয়। ড্রেজিং চলছে নাব্য ফেরাতে পারলে আবার চালু হবে।

গত ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে পদ্মা সেতু চ্যানেলে ছোট আকারের ফেরি দিনের বেলায় চলছিল। এ নিয়ে চলতি মাসে ৪ দফা ফেরি বন্ধ হলো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর