ফের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে ফের বিজয়ী হতে যাচ্ছেন। যদিও সাম্প্রতিক কোভিড-১৯ মহামারীতে তার সমর্থনে কিছুটা ভাটা পড়েছে বলে ধারনা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নিউজহাব-রেইড রিসার্চ পোল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে আরডার্নের লেবার পার্টি ৫০ দশমিক ১ ভোট পেয়ে এগিয়ে আছে। যদিও চলতি বছরের শুরুতে দলটির সমর্থন ছিল ৬০ দশমিক ৯ শতাংশ। প্রধান বিরোধী দল দ্যা ন্যাশনাল পার্টির সমর্থন সাড়ে ৪ শতাংশ বেড়ে ২৯ দশমিক ৬ শতাংশ হয়েছে।

যদি জরিপের এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়, তবে কোনো শরিকের সঙ্গে জোট না গড়েই দেশ শাসন করতে পারবেন আর্ডার্ন।

গত বছরে জুমার নামাজের সময় দেশটির ২টি মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর হামলার পর উদ্ভূত পরিস্থিতি তিনি যেভাবে সামলেছেন, তাতে বিশ্বজুড়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন। সংকটের সময় সঠিক নেতৃত্ব দিয়ে তিনি সবার প্রশংসা কুড়িয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর