যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সে ছাঁটাই হচ্ছেন আরও ৫১ হাজার ৩০০ কর্মচারী

করোনা ভাইরাসের কারনে যুক্তরাষ্ট্র আরও ৫১ হাজার ৩০০ কর্মচারী ছাঁটাই করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে তারা অনির্দিষ্টকালের ছুটিতে যাবেন। এর মধ্যে ইউনাইটেড এয়ারলাইন্সের ১৬,৩০০ এবং অন্যান্য এয়ারলাইন্সের রয়েছেন ৩৫ হাজার কর্মচারী।

২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

৯/১১ এর সন্ত্রাসী হামলার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেটি কাটিয়ে উঠতে না উঠতেই করোনায় এয়ারলাইন্স সেক্টর লন্ডভন্ড হয়ে পড়েছে। ইতোমধ্যেই এ সেক্টরের এক লাখ কর্মচারীকে বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মার্চে করোনাভাইরাসের প্রকোপ শুরুর সময় থেকেই এয়ারলাইন্সে যাত্রী কমেছে ৮০%।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর