ট্রেন-ট্রাকের সংঘর্ষে ট্রেন চালকসহ আহত ১০, প্রাণে বাঁচলেন ট্রাকচালক

বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী কমিউটার ট্রেনের সঙ্গে একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এঘটনায় ট্রেনের চালক জহুরুল ইসলামসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তবে সংঘর্ষের আগেই ট্রাক থেকে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পড়েন। যার ফলে বড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্টেশনের ঘুন্টি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিাবার দুপুর ১২টার দিকে বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন যাত্রী নিয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। স্টেশন থেকে ৭০০ মিটার দূরে ঘুন্টি এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। এতে ট্রেন এবং ট্রাক দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বুড়িমারী স্টেশন মাস্টার মোকছেদ আলী। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর