আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে আছেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে তিনি এখন ভেন্টিলেশোন সাপোর্টে আছেন।

আজ (শনিবার) সন্ধ্যায় তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তার জামাতা ও সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক।

তিনি জানান, তাকে (মাহবুবে আলম) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর এটর্নী জেনারেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনামুক্ত হলেও তার শারীরিক অন্যান্য জটিলতা দেখা দেয়। মাহবুবে আলমকে ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে আইসিইউতে নেয়া হয়। এখনও নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে এটর্নী জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচে ভর্তি হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর