সাতক্ষীরা প্রেসক্লাবের অবৈধ নির্মান কাজের উদ্বেগ,নিন্দা ও প্রতিবাদ

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ২২ মে সকাল থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের পুরাতন ভবনের দোতলায় অবস্থিত পরিত্যাক্ত কক্ষটিতে একদল লোক হাতুড়ি শাবল দিয়ে ভাংচুর করা শুরু করে।

তারা প্রেসক্লাবের কোন অনুমতি ছাড়াই সম্পূর্ন অবৈধভাবে উক্ত কক্ষটিতে সংস্কার/ নির্মান করার চেষ্টা করছে। এর ফলে প্রেসক্লাবের অফিস কক্ষ/অতিথি কক্ষ সহ পুরাতন ভবনটি মারাত্মক ঝূকিপূর্ন হয়ে পড়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিষয়টি তাৎক্ষনিক সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে মৌখিকভাব এবং পরবর্তিতে লিখিত ভাবে অবগত করানো হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে উক্ত অবৈধ নির্মান/সংস্কার কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে উক্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর