খাগড়াছড়িতে ডাকাতিকালে প্রতিবন্ধীকে ‘ধর্ষণ’: গ্রেপ্তার ৭

খাগড়াছড়িতে ডাকাতিকালে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আসামিদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

গত বুধবার (২৩সেপ্টেম্বর) গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় এ ঘটনায় প্রতিবন্ধী মেয়েটির মা বাদী হয়ে থানায়
নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির মামলা দায়ের করেন।

মেয়েটি বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেয়েটির মা জানান, ৮/৯ জন ডাকাত বাড়ির একটি কক্ষে তার প্রতিবন্ধী (২৬) মেয়ের হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ সময় ডাকাতরা আমার কানের দুল, আংটিসহ অন্তত ৩ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং পুরো বাড়ির সবকিছু তছনছ করে রাত ২টা থেতে ভোর ৪টা পর্যন্ত লুটপাট চালায়।

পরে ঘরের বাইরে থেকে দরজার হুক লাগিয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশিরা এসে আমাদের তাদের উদ্ধার করে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আব্দুল আজিজ বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর