শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ২৯ দিন ধরে রাতে ফেরি বন্ধ

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ২৯ দিন ধরে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। দিনের বেলায় লঞ্চ ও স্পিডবোট বোটে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে সীমিত আকারে ছোট ৬ টি ফেরি চলছে। রোরো ও ডাম্প ফেরি বন্ধ থাকায় দু পাড়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। পারাপারের অপেক্ষায় আছে ট্রাক, কাভার্ড ভ্যান, পিক-আপ, বাস ও কারসহ বহু যান।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, চ্যানেলের অবস্থা ভালো না। ছোট আকারের ফেরি চালাতেই কষ্ট হচ্ছে। চ্যানেল উপযোগী না থাকায় বড় ফেরি চলাচল করতে পারছে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর