খাগড়াছড়িতে ডাকাতির পর প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের বিচার দাবীতে বিক্ষোভ

খাগড়াছড়ি জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় এক বাড়িতে প্রবেশ করে ডাকাতির পর ওই বাড়ির বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের
ঘটনা ঘটেছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ওই বাড়ির মালিক জানান, সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন দরজা ভেঙে ডাকাত সদস্যরা বাড়িতে প্রবেশ করে সবার হাত-পা বেঁধে ফেলে এবং বাড়িতে লুটপাট শুরু করে। ডাকাতরা সংখ্যায় নয়জন ছিল। প্রায় সমবয়সী ডাকাতদলের সদস্যরা একটি কক্ষে তাঁর বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের (২৬) হাত, পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে ধর্ষণ করেছে।

এদিকে এই ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনসহ বিভিন্ন নারী সংগঠন খাগড়াছড়ি, ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছে।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আবছার জানিয়েছেন, এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। অপরাধী যারাই হোক খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর