বরিশালে বৃদ্ধাকে চুল কেটে নির্যাতনের অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জে এক বৃদ্ধাকে চুল কেটে দিয়ে ভয়ংকর নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে নির্যাতনের অভিযোগ করে সংবাদ সন্মেলন করেন ভুক্তভোগী সফুরা বেগম (৬৫)। তিনি উপজেলার কাজীরহাট থানার আন্দারমানিক গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সংবাদ সন্মেলনে সফুরা বেগম বলেন, ওই এলাকার জনৈক সেকান্দার আলী হাওলাদারের কাছ থেকে বেশ কয়েকবছর আগে তিনি ৪০ হাজার টাকায় ১৮ শতাংশ জমি কেনেন। সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন তারা। সম্প্রতি সেকান্দার ওই জমি বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ১৫ জুলাই বৃদ্ধা সফুরার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। তার চুল কেটে ও কুপিয়ে তাকে আহত করা হয়। এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার আসামিরা জামিনে বের হয়ে পুনরায় নানাভাবে হয়রানি, হুমকি ও নির্যাতন চালাচ্ছে বলেও জানান তিনি।

এ অবস্থায় সংবাদ সম্মেলন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এদিকে বরিশালের অতি‌রিক্ত পু‌লিশ সুপার নাইমুল হক ব‌লে‌ন, এ ঘটনায় উভয় পক্ষের পৃথক দু’টি মামলা রয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছিল। তারা জামিনে বেড়িয়ে এসে তারা ফের ওই পরিবারকে কোনো নির্যাতন করে থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর