জনগণকে স্বাস্থ্যসেবা দিতে অক্লান্ত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী: রেজাউল করিম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন,‘স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের জন্য আমরা সব সময় সহায়তা করছি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৪ নং চান্দগাঁও নাজিরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর সার্বিক তত্বাবধানে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন,আমরা আশা করবো চিকিৎসা সেবাটাকে আপনাদের কেবল পেশা হিসেবে নয় মহান দায়িত্ব হিসবে গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ ঘরে থাকায় এবং নিরাপদে থাকতে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে যারা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে তাদের কে আমি ধন্যবাদ জানাই।

এসময় আরো উপস্থিত ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সহকারী সম্পাদক সৈয়দ কামরুল হাবীব, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য এস.এম.হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ড সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল করিম, মহানগর যুবলীগ সদস্য আনিছুর রহমান লিটু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সদস্য সাইফুল আলম অপু, মো: রাসেল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মঈন উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য সৈয়দ গোলাম আয়াছ, সৈয়দ এরশাদুল হক, এমদাদুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আমির হোসেন ও ৪নং ওয়ার্ড যুব মহিলা লীগের জাহানারা আরজু প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর