শেরপুরে ফের বিপদসীমার উপরে দুই নদীর পানি

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে শেরপুরের নালিতাবাড়ীতে আবারো বাড়ছে নদীর পানি। ভারতের মেঘালয় থেকে নেমে আসা চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার ১৪৮ সে.মি. ও ভোগাই নদীর পানি বেড়ে বিপদসীমার ৫২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ভোগাই নদীর তীরবর্তী বাঁধ ভেঙে নালিতাবাড়ী পৌরশহরসহ উপজেলার চারটি গ্রাম আবারো নতুন করে প্লাবিত হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর