আড়াই বছর ধরে কুয়েতে অবস্থান করছেন বর্তমান ইউপি মেম্বার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভোটে নির্বাচিত এক ইউনিয়ন পরিষদ সদস্য দীর্ঘ আড়াই বছর ধরে কুয়েতে অবস্থান করছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে আড়াই বছর প্রবাসে অবস্থান করলেও তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা।

জানা যায়, উপজেলার পত্তন ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সাগর চাঁন আড়াই বছর ধরে কুয়েতে অবস্থান করছেন। এ বিষয়ে সরকারের কোনো দফতরেই তিনি অবহিত করেননি। ফলে গত আড়াই বছরে ইউনিয়নের অনুষ্ঠিত ২৭টি সভায় তাকে পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সবাই মিলে সভা করে রেজ্যুলেশন আকারে আরও দেড় বছর আগে উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। তারপরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে নবাগত বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাত বলেন, আমি এখনই এই বিষয়ে কিছু বলতে পারছিনা। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর