শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের হাত-পায়ের রগ শিবিরের নেতা-কর্মীরা কেটে দিয়েছেন বলে অভিযোগ করছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয়।

গতকাল (বৃহস্পতিবার) রাতে সাখাওয়াত হোসেনকে নিজ বাড়ির সামনে মারধর করে রগ কেটে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয় বলেন, কলেজের পাশেই সাখাওয়াতের বাড়ি। শিবিরনেতা তারেক আজিজ বিস্ফোরণ মামলাসহ কয়েকটি মামলার আসামি। যার মধ্যে একটি বাদী সাখাওয়াত নিজেই। কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদ-বদলের সুযোগকে কাজে লাগিয়ে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। কোনো কারণ ছাড়াই বাড়ির সামনে থেকে তাকে তুলে হাত-পায়ের রগ কেটে ব্যাপক মারধর করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তাকে (সাখাওয়াতকে) মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। ওখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর