আগামী বছরের শুরুতেই পাওয়া যাবে সিনোভ্যাকের করোনা টিকা

আগামী বছরের শুরুতেই করোনার ভ্যাকসিন বিশ্বজুড়ে সরবরাহের জন্য প্রস্তুত চীনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাক। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন, সিনোভ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইন ওয়েইডং।

শেষ ধাপের পরীক্ষায় থাকা এই ভ্যাকসিনের চূড়ান্ত ফল আগামী কিছুদিনের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ব্রাজিল, তুরস্ক এবং ইন্দোনেশিয়ায় প্রায় ২৪ হাজার মানুষের শরীরে করোনাভাইরাসের এই ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা চলমান রয়েছে। বাংলাদেশ ও চিলিতেও শিগগিরই সিনোভ্যাকের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন ওয়েইডং।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর