এবার করোনা জয় করলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ

২০১৭ সালে দেহের ওজনের জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন পৃথিবীর সবচেয়ে মোটা ব্যাক্তি মেক্সিকোর ৩৫ বছরের যুবক জুয়ান পেড্রো। সে সময় তাঁর ওজন ছিল ৫৯৫ কেজি। পরে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যায়াম করে ১০০ কেজিরও বেশি চর্বি কমিয়েছেন তিনি।

দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি জুয়ান পেড্রো করোনাকেও জয় করেছেন। এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম।

করোনায় তাঁর রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলায় করোনামুক্ত হয়েছেন তিনি।

আগের তুলনায় পেড্রোর বর্তমান ওজন এক-তৃতীয়াংশ, মাত্র ২০৮ কেজি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর