ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা আরব নেতাদের

মারমুখী অবস্থানে ইরান-যুক্তরাষ্ট্র। আর এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন আরব লীগের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি দেশের নেতারা। জাতিসংঘে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে দেয়া বক্তব্যে এমন আশঙ্কা প্রকাশ করেন তারা।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ইরানের ওপর নতুন করে চাপ প্রয়োগ করেন। পরদিনই এ বিষয়ে বক্তব্য দেন সৌদি আরব ও ইরাক।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ বলেন, ‘আমরা চাই না অন্য কারও জন্য ইরাক যুদ্ধক্ষেত্রে হয়ে পড়ুক, যেখানে আমাদের ভূখণ্ডে তারা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করবে। ইরাক যথেষ্ট যুদ্ধ দেখেছে এবং আমাদের সার্বভৌমত্বের ওপর অনেক হামলা হয়েছে।’

এ বিষয়ে সৌদি আরবের বাদশাহ সালমান বলেন, গত বছর সৌদি আরবের একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার বিষয়টি উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ওই সময় বলেছিল ওই ড্রোন হামলাটি ইরান করেছে এবং সেটি ছিল ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার লঙ্ঘন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর