ভারতে নিষিদ্ধ হচ্ছে জাকির নায়েকের পিস টিভি ও ইউটিউব চ্যানেল

দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে রয়েছেন ড.জাকির নায়েকে। দেশের বাহিরে থাকাি এই ইসলামিক বক্তার পিস টিভি, পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করছে ভারত সরকার।

আজ (বৃহস্পতিবার) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় স্পর্শকাতর বক্তব্যে দেন জাকির নায়েক। যার ফলে, তার পিস টিভি, পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

এছাড়াও তিনি এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম যুবকদের নিয়োগ করে তাদের মধ্যে ভারতবিরোধী মনোভাব গড়ে তুলছেন এবং ভারতবিরোধী কাজে উসকানি দিচ্ছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর