পৃথিবীর যেকোনো প্রকল্পেই এমন ত্রুটি হতে পারে: পরিকল্পনামন্ত্রী

পৃথিবীর যেকোনো প্রকল্পেই পদ্মাসেতুর মত এমন ত্রুটি হতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ (বৃহস্পতিবার) সকালে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তে রেলসংযোগ প্রকল্প পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতু একটি জাতীয় প্রকল্প। ত্রুটি শব্দটির সঙ্গে আমরা একমত নই। ত্রুটি তখনই হবে যখন এটি চূড়ান্তভাবে হবে। এখনও প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু সংশয় যেটি দেখা দিয়েছি, এ রকম হয়তো আরও দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, পদ্মাসেতুতে রেল সংযোগের নকশা চূড়ান্ত হয়নি। আমাদের কাছে সময় আছে । যেহেতু এটি নিয়ে প্রশ্ন উঠেছে; তাই উচ্চতর পর্যায়ে আলোচনা করে অবশ্যই সমাধান করা হবে। প্রয়োজনে সব ইঞ্জিনিয়ার একত্রিত করা হবে এবং স্যাটেল করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর