পানিতে ডুবে প্রাণ গেল মুক্তিযোদ্ধার

নাতনিসহ নালার পানিতে পড়ে পঞ্চগড়ে সামসুল হক (৭০) নামে এক মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়িপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মুক্তিযোদ্ধা সামসুল হক ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো: মোজাহার আলী জানান, সামসুল হক বড় ছেলের মেয়ে সুমাইয়াকে (৭) নিয়ে বাড়ির পাশে বেড়াতে যায়। এক পর্যায়ে পিছলে গিয়ে নাতনিসহ নালার পানিতে পড়ে যায়। পানির স্রোতে নাতনি ভেসে নালার পাড়ে এবং নানা নালার পানিতে পড়ে গিয়ে ভাসতে থাকে। তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সুমাইয়াকে নালার পাড়ে এবং সামসুল হককে নালার পানি থেকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়রা মুক্তিযোদ্ধা সামসুল হককে মৃত ঘোষনা করেন। বর্তমানে মৃত মুক্তিযোদ্ধার নাতনি সুমাইয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহম্মেদ নালার পানিতে পড়ে মুক্তিযোদ্ধা সামসুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর