চাঁদাবাজির অভিযোগে কারাগারে উপজেলা শ্রমিকলীগ সভাপতি

টাঙ্গাইলের সখীপুরে চাঁদাবাজি মামলায় কারাগারে গিয়েছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদারসহ আরও ৫ জনকে। আজ (বৃহস্পতিবার) সকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন আক্তার তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

আটককৃতরা হচ্ছেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আবু বকরের ছেলে বাচ্চু সিকদার (৫৫), একই ওয়ার্ডের মৃত হুরমুজ আলীর ছেলে শামসুল হক (৫৪), তার ভাই রউফ সিকদার (৫০), আবুল হোসেনের ছেলে আবুল কাশেম (৪৫) এবং মৃত ইসমাইল সিকদারের ছেলে জেলহক সিকদার (৪৪)।

জানা যায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মৃত পাঞ্জু সিকদারের ছেলে সামাদ সিকদার বাচ্চু সিকদারসহ ৭ জনকে আসামি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন। এ মামলায় বৃহস্পতিবার সকালে ৭ আসামির মধ্যে ৬ জন আত্মসমর্পণ করলে ৫ জনকে জেলহাজতে পাঠানো হয়।

বাদী পক্ষের আইনজীবি আনোয়ার হোসেন সখীপুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর