নান্দাইলে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু

উপজেলায় মরগির খামারে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে পড়ে শাহালম মিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মুশুলী ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের নুর হোসেনের পুত্র। এ ঘটনায় নিহতের জানাজা পড়ানোর পর পুলিশ গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, কামালপুর গ্রামের বাসিন্দা তোফায়েল আহম্মেদ অপির মরগির খামারে কাজ করতো শাহ আলম। শিয়ালে যন্ত্রনায় খামারের মালিক চারদিকে বিদ্যুতের তার দিয়ে সংযোগ দিয়ে রাখে। সন্ধ্যা থেকে রাতভর থাকলেও দুপুরের দিকে প্রতিদিন সংযোগ বিচ্ছিন্ন করে দিতো শাহ আলম। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের সংযোগ বন্ধ করতে গেলে একটি ছেড়া তার শাহালমের শরীরে র্স্পশ হলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নান্দাইল থানার উপপরির্শক মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই মরদেহ জানাজা সম্পন্ন করে ফেলেছে স্থানীয়রা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর