চট্টগ্রাম থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি ফেনীতে উদ্ধার

চট্টগ্রামে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ বক্তারমুন্সি বাজারে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। তবে ছিনতাইকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে ৩ জন প্রাইভেটকারটি ভাড়া করে। ছিনতাইকারীরা ফেনীর দাগনভুঞা উপজেলার ফাজিলের ঘাট বাজার সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গাড়িচালক খোরশেদ আলমের হাত-মুখ বেঁধে রাস্তায় ফেলে প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়। ফটিকছড়ি থানার উত্তর মিছিন্দা গ্রামের মৃত নুর আলমের ছেলে খোরশেদ আলম।

ওসি সাজেদুল আরও জানান, খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম তাৎক্ষণিক উপজেলার কয়েকটি পয়েন্টে সড়কে ব্যারিকেড দেয়। ছিনতাইকারীরা ব্যারিকেড দেখে বক্তারমুন্সি বাজারে প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। সেখান থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর