যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

দীর্ঘদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ আর চালুর ঘোষণায় ঘাট ব্যবহারকারীরা পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে। যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। অন্যদিকে যানবাহনের তুলনায় ফেরি কম আছে। এতে ফেরি সংকটে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।

এক যাত্রী বলেন, ঘাট এসে ফেরি দেখতেই সময় লাগছে তার ৩ দিন। রাতে ঘুমানের কষ্ট, খাওয়ার কষ্ট, রাতে থেমে থেমে বৃষ্টি। দুর্ভোগের শেষ নেই। আরেক জন জানান, ভিআইপি, বাস ও পরিবহন পার করতে ব্যস্ত প্রশাসন। আমাদের ট্রাকের কথা তাদের মাথায় নাই। ফেরি যাও আছে তা নষ্ট। আমাদের ভাড়ার টাকা রাস্তায় শেষ হয়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল জানায়, বাস,পরিবহন ও অ্যাম্বুলেন্স অগ্রাধিকার দেয়া হচ্ছে। তবে তার সাথে পণ্যবাহী ট্রাকও পার হচ্ছে বেশ। আমরা চেষ্টা করছি সবাইকে গুরুত্ব দিতে। তবে যাত্রীর কারণে তাদের গুরুত্ব থাকছে বেশি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর