বিদেশিরা প্রবেশ করতে পারবে চীনে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে গত মার্চ থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল চীন। ধীরে ধীরে জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করায় চীনে ফেরার ব্যাপারে গতকাল বুধবার জানানো হয়েছে যে, ধীরে ধীরে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন বৈধ আবাসিক অনুমতি প্রাপ্ত বিদেশিরা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সকল ব্যক্তির চাকরি সূত্রে দেশটিতে থাকার অনুমতি রয়েছে এবং যাদের ২ ধরনের পারিবারিক রিইউনিয়নের অনুমতি রয়েছে, তারা এখন আবেদন না করেই চীনে প্রবেশ করতে পারেন। তবে বিদেশিদের করোনা প্রতিরোধে যে নীতি চালু করেছে চীন তা কঠোর ভাবে মেনে চলতে হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর