সেনবাগে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ উল্যাহ সজীব,নোয়াখালী (সেনবাগ-সোনাইমুড়ী)প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ সার্বক্ষনিক সেবা জোরদার করণ বিষয়ক অবহিত করণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা অটিটোরিয়ামে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুর রফ মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলাম, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক প্রশিক্ষক ফাহমিদা সুলতানা।

সেনবাগ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমানের সঞ্চালনায় এসময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাখাওয়াত হোসেন,অর্জুনতলা ইউনিয়ন পরিষদের আবদুল ওহাব,সেনবাগ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎক বায়েজিদ হোসেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা,সাংবাদিক,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী বৃন্দগণ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর