মামুনকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে ধর্ষণের ঘটনার তদন্তে ছাত্র অধিকার পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগের ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সংগঠন থেকে সাময়িক অব্যহতি প্রধান করেছে বাংলাদেস ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ। পাশাপাশি এই ঘতনার সত্যতা উদঘাটনে ও সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আজ (বুধবার) বিকালে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিকট প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

তিন সদস্য বিশিষ্টি তদন্ত কমিটিতে রয়েছেন, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তারেক রহমান এবং রাফিয়া সুলতানা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর